দ্য বিট্রেয়াল অব ইস্ট পাকিস্তান
লেখকঃ লে. জে. এ. এ. কে. নিয়াজি
প্রকাশনীঃ প্রচলন প্রকাশন
প্রকাশকালঃ ২০১৬
‘দ্য বিট্রেয়াল অব ইস্ট পাকিস্তান’ হলো রোড টু বাংলাদেশ সিরিজের একটি বই। বইটি লিখেছেন ১৯৭১ সালে পূর্ব রণাঙ্গনে মোতায়েন পাকিস্তান সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুলাহ খান নিয়াজী। বইটিতে অনেক অজানা তথ্য পাওয়া যাবে। আমরা সবাই জানি যে, ১৯৭১ সালে পাক-ভারত যুদ্ধ শুরু হয়েছিল ৩ ডিসেম্বর। কিন্তু দ্য বিট্রেয়াল অব ইস্ট পাকিস্তানে বলা হয়েছে, ৩ ডিসেম্বর নয়, অঘোষিত যুদ্ধ শুরু হয়েছিল ২১ নভেম্বর। আরো জানা যাবে, তদানীন্তন পূর্ব পাকিস্তানে কখনো ৯০ হাজার পাকিস্তানি সৈন্য মোতায়েন ছিল না। সব মিলিয়ে পাকিস্তানি সৈন্য ছিল ৫৫ হাজার। জেনারেল নিয়াজী দাবি করছেন, তার আত্মসমর্পণ করার ইচ্ছা ছিল না। প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানের সুস্পষ্ট নির্দেশে তিনি আত্মসমর্পণ করেন। তিনি আরো দাবি করেছেন, তার প্রতিপক্ষ ভারতীয় জেনারেল জগজিৎ সিং অরোরা যুদ্ধে সফল নেতৃত্ব দিতে ব্যর্থ হন। তাই তাকে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান পদে নিযুক্তি না দিয়ে অবসরে পাঠিয়ে দেয়া হয়।