গঙ্গাঋদ্ধি থেকে বাংলাদেশ
লেখকঃ মুহাম্মদ হাবিবুর রহমান
প্রকাশনীঃ বাংলা একাডেমি
প্রকাশকালঃ ডিসেম্বর ১৯৮৫
জর্জ আরওয়েল একাবার বলেছিলেন, ইতিহাস হালনাগাদ রাখা হল একটি সার্বক্ষনিক কর্ম। প্রাক্তন প্রধান বিচারপতি, তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, অধুনা বুদ্ধিবৃত্তিকচর্চায় নিয়জিত ও উদবোধন আসন অলঙ্করনে ব্যাস্ত মুহাম্মদ হাবিবুর রহমানের লেখা ইতিহাস বিষয়ক বই ‘গঙ্গাঋদ্ধি থেকে বাংলাদেশ’ । বইটির প্রকাশ উপলক্ষে প্রসঙ্গ কথা লিখেছেন বাংলা একাডেমীর তৎকালীন মহাপরিচালক মঞ্জুরেমাওলা এবং পুনর্মুদ্রন প্রসঙ্গে লিখেছেন মোহাম্মদ হারুন উর রশিদ ।