১৯৭১-ভেতরে বাইরে

লেখকঃ এ কে খন্দকার

প্রকাশনীঃ প্রথমা প্রকাশন

প্রকাশকালঃ আগস্ট ২০১৪

এ কে খন্দকার মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ বাহিনীর ডেপুটি চীফ অব স্টাফ ছিলেন। ফলে তিনি যুদ্ধের নীতি নির্ধারণে অংশগ্রহণ করেছেন, সফলতা ও ব্যর্থতাগুলো খুব কাছ থেকে দেখেছেন এবং অনুভব করেছেন। বইটিতে তিনি তাঁর দেখা মুক্তিযুদ্ধের কিছু সফলতা, ব্যর্থতা ও সীমাবদ্ধতার মূল্যায়ন চিত্র ১৫টি অধ্যায়ে তুলে ধরেছেন।

২০১৪ সালে প্রকাশের পরপরই বইটির কিছু তথ্যের কারণে ইতিহাস বিকৃতির অভিযোগ এনে কেউ কেউ তাঁর সমালোচনা করেন। গ্রন্থে তিনি লেখেন, শেখ মুজিব ৭ই মার্চ থেকে শুরু করে গ্রেপ্তারের আগ পর্যন্ত স্বাধীনতার কোনো ঘোষণা দিয়ে যান নি, কোনো লিখিত চিরকুট বা রেকর্ডকৃত কণ্ঠবার্তাও রেখে যান নি এবং পূর্বনির্ধারিত কোনো দিকনির্দেশনাও দিয়ে যান নি।

4 1 vote
Rate The Book!
guest
1 Review
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all reviews
পাভেল

বইটির প্রথম সংস্করণ থেকে দ্বিতীয় সংস্করণে এসে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছিলো। তাই প্রথম সংস্করণটি থাকলে ভালো হতো!