মার্কিন দলিলে মুজিব হত্যাকান্ড
লেখকঃ মিজানুর রহমান খান
প্রকাশনীঃ প্রথমা প্রকাশন
প্রকাশকালঃ আগস্ট, ২০১৩
শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে সিআইএ কিংবা কিসিঞ্জার প্রশাসনের ভূমিকা কি সত্যিই ছিল? কতটা ছিল? পঁচাত্তরের অভ্যুত্থানের চক্রান্তের সূচনা কি পঁচাত্তরেই, নাকি আরও আগে? ১৯৬৯ সালে ঢাকায় আসা দুই আততায়ী কারা? চক্রান্তের শেষ কি পঁচাত্তরেই? এ বিষয়ে খোদ মার্কিন পররাষ্ট্র দপ্তর ও সিআইএর দলিল কী বলে? জানার জন্য একটি অবশ্যপাঠ্য গ্রন্থ।