বাংলাদেশ বাহাত্তর থেকে পঁচাত্তর (১৯৭২-৭৫)

লেখকঃ মেজর নাসির উদ্দিন

প্রকাশনীঃ জাতীয় গ্রন্থ বিতান

প্রকাশকালঃ সেপ্টেম্বর ১৯৮০

রাজনীতি যারা করেন তারাই রাজনীতিক এবং দেশ ও দেশবাসীকে সঠিক পথে পরিচালনার রাষ্ট্রীয় কর্তৃত্ব তাদের হাতেই থাকার কথা।

বিশেষত গণতান্ত্রিক রাজনীতিতে এমন একটি ধারণাকে স্বতঃসিদ্ধ হিসেবে ধরে নেয়া হলেও তৃতীয় বিশ্বের বহু দেশ বিভিন্ন কারণে এবং বিভিন্ন সময়ে তা অনুসরণ করে চলেনি।

ওই দেশগুলােয় কারণ ও সময়ের যােগসূত্র ঘটিয়ে সমরনীতিকরাও আবির্ভূত হয়েছেন। রাজনীতিতে, দেশ ও দেশবাসীকে পরিচালনার জন্যে কর্তৃত্ব নিয়েছেন রাষ্ট্রক্ষমতার।

0 0 votes
Rate The Book!
guest
0 Reviews
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all reviews