একাত্তরের মুক্তিযুদ্ধ, রক্তাক্ত মধ্য আগষ্ট ও ষড়যন্ত্রময় নভেম্বর

লেখকঃ কর্ণেল শাফায়াত জামিল (অব.)

প্রকাশনীঃ সাহিত্য প্রকাশ

প্রকাশকালঃ ফেব্রুয়ারি ১৯৯৮

একাত্তরের মুক্তিযুদ্ধে কিংবদন্তিসম খ্যাতি অর্জনকারী বীরযােদ্ধা শাফায়াত জামিল, লড়াইয়ের ময়দানে অকুতােভয় যে মানুষটি বাস্তবজীবনে পরম মিতবাক ও নিভৃতচারী। তদুপরি স্বাধীনতা-পরবর্তীকালে। ষড়যন্ত্রকারীদের পুনরুত্থান, বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ড এবং নভেম্বরের প্রতিবিপ্লবী চক্রান্তে চার জাতীয় নেতা ও অগ্রণী মুক্তিযােদ্ধাদের হত্যায় ব্যথিতচিত্তে তিনি নিজেকে গুটিয়ে নিয়েছিলেন আরাে বেশি।

অথচ একাত্তরে মুক্তিযুদ্ধের একেবারে সুচনাকালে তার নেতৃত্বেই ঘটেছিল বেঙ্গল রেজিমেন্টের প্রায় পাঁচশ’ সৈনিকের বিদ্রোহ, প্রাথমিক প্রতিরােধের সেটা ছিল গৌরবােজ্জ্বল অধ্যায়। এরপর রংপুর ও সিলেটের বিভিন্ন রণাঙ্গনে। শত্রুর ত্রাস হয়ে বহু অপারেশনে নেতৃত্ব দিয়েছেন। শাফায়াত জামিল, জীবন-মৃত্যু পায়ের ভৃত্য করে। স্বদেশের মুক্তির জন্য যে মরণখেলায় মেতেছিলেন তার।

শেষ পর্যায়ে গুরুতরভাবে আহত হয়েছিলেন তিনি। চারিত্রিক দৃঢ়তা ও আত্মত্যাগী মনােভাব দ্বারা যুদ্ধক্ষেত্রে। তিনি অনুপ্রাণিত করেছেন অগণিত সহযােদ্ধাদের এবং হয়ে উঠেছেন একাত্তরের বাঙালির বীরগাথার অন্যতম রূপকার। দীর্ঘ পঁচিশ বছর পর তিনি বাময় হয়ে বলেছেন মুক্তিযুদ্ধের কথা, তরুণ সাংবাদিক সুমন কায়সারের সহযােগে তিনি মেলে ধরেছেন রণাঙ্গনের অগ্নিঝরা স্মৃতি।

সেই সঙ্গে যােগ করেছেন পচাত্তরের নির্মম নিষ্ঠুর হত্যালীলার বিবরণ, যে ঘটনাধারা অত্যন্ত। কাছ থেকে প্রত্যক্ষ করেছেন তিনি। সব মিলিয়ে শাফায়াত জামিলের গ্রন্থ হয়ে উঠেছে আমাদের। ইতিহাসের অনন্য ও অপরিহার্য সংযােজন।

0 0 votes
Rate The Book!
guest
0 Reviews
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all reviews